দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে ভয়াবহ এক অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে সোমবার ৪৩ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এটি দক্ষিণ কোরিয়ায় ১৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মিরইয়াংয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় সর্বশেষ ৮০ বছর বয়স্ক দুই ব্যক্তি মারা গেছেন। গত মাসে এই অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার পর থেকে এরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
ওই ঘটনায় মোট ১৪৯ জন আহত হয়। এদের মধ্যে বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক।
২৬ জানুয়ারি মিরিয়াংয়ের সেজোং হাসপাতালে এই অগ্নিকান্ড ঘটে। এরপর ছয়তলা ভবনটি বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।