গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আগামী ৬ ডিসেম্বর (শনিবার) থেকে যথাসময়ে ক্লাস-পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীরা বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন।
এর আগে, গত ৩০ অক্টোবর ১৪টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়, যা গত ১৯ নভেম্বর শেষ হয়েছে।