ইরানে হিজাব না পরায় কমপক্ষে ২৯ নারীকে গ্রেফতার করা হয়েছে। তেহরান পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আটক করা হয়েছে তাদের।
তবে ঠিক কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা অস্পষ্ট। কারণ দেশটির রাজধানী তেহরান থেকে শুরু করে প্রাচীন নগরী ইস্পাহান ও শিরাজে বিক্ষোভ হচ্ছে।
দেশটিতে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। বছরের পর বছর ধরে ইরানি নারীরা আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে চলমান বিক্ষোভে নতুন করে আইনটির বিরোধিতা করছে নারীরা। প্রকাশ্যে হিজাব খুলে পতাকার মতো ওড়াতে দেখা গেছে তাদের।