দেশজুড়ে চলছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কিন্তু আজ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।পাশাপাশি সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ শুক্রবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।
এদিকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস বলেছে, রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।