করাচিতে নিজেদের বাসস্থানেই পাওয়া গেল পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী এবং তার স্ত্রীর মৃতদেহ। তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। পারিবারিক শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে ঠিক কে বা কারা রয়েছে এর পিছনে রয়েছে তা এখনই জানা যায়নি।
এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী মীর হাজার খান বিজারানি এবং তার স্ত্রী ফারিহা রাজাক হারুণক তাদেরই তালাবন্ধ বেডরুমে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের খবর প্রকাশ হলে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিপিপির বেশ কয়েকজন সদস্য বিজারানির বাড়িতে উপস্থিত হন। সিন্ধু রাজ্যসভার ডেপুটি স্পিকার শেহলা রেজা থেকে সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী সৈয়দ নাসির হোসাইন শাহসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।