নারায়ণগঞ্জ : বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে পানির উচ্চতা কমে যাচ্ছে; নদীর দুষণ বাড়ছে। আর এতে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া পলিথিনের কারণেও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই পলিথিন বন্ধের অভিযান জোরদার করা হবে। তিনি জানান, পরিবেশ রক্ষার জন্য পলিথিনের কারখানায় অভিযান আরো জোরদার করা হবে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জে আড়াইহাজারের গোপালদি এবং বিশনন্দি এলাকায় নদী ভাঙন এলাকা ও নির্মিত বাঁধ পরিদর্শনের পর বাড়ৈপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জ্যাকব।
সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, সরকার পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যেসব শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য পরিবেশের ক্ষতি করে সেসব প্রতিষ্ঠানে ইটিপি প্ল্যান্ট স্থাপন করতে হবে। আর যে সকল প্রতিষ্ঠান তা না করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষার প্রয়োজনে এ সব শিল্পকারখানা বন্ধ করে দেওয়া হবে।
আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া ও গোপালদি পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদার এ সময় উপস্থিত ছিলেন। – রাইজিংবিডি