বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আব্দুল জলিল হাই স্কুল এর পশ্চিম পাশের খোরশেদ আলী মাতব্বরের বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আব্দুল জলিল হাই স্কুলে আসা এসএসসি পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বস্তিতে থাকা লোকজন কাজের উদ্দেশে বের হয়ে যায়। সকাল আনুমানিক ১০ টার দিকে বস্তির পশ্চিম পাশে রান্নাঘর থেকে প্রচুর পরিমানে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে কুর্মিটোলা ও উত্তরা দিয়াবাড়ি ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে প্রায় ১ শতাধিক বস্তিঘর আগুনে বশীভূত হয়ে যায়।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক কে জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় ১২.৩০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । প্রায় এক শতাধিক ঘর পুড়ে যায়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।