পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সে ঘটনার তিন ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ করে লাইন চালু করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া স্টেশনের মাস্টার নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে সিগনাল না মেনে লাইনে ঢুকে পড়ে। বিপরীত দিকে পার্বতীপুর থেকে ঢাকাগামী আরেকটি মালবাহী ট্রেন তখন একই লাইনে দাঁড়ানো ছিল।
মুখোমুখি সংঘর্ষের পর দুই টেনের একটি করে বগি লাইনচ্যুত হয় বলে জানান নজরুল।
এ ঘটনার পর কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর সকাল ১০টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।