আজ রাতেই সেই বিরল মহাজাগতিক দৃশ্য

Slider বিচিত্র

133319super-blue-blood-moon.2_পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন একসঙ্গে চাঁদের এতগুলো রূপ দেখা যাবে আজ রাতে। আর এ কারণে আজ রাতটা হবে অন্যরকম।

আজ রাতের এ বিরল দৃশ্যকে বলা হচ্ছে সুপার ব্লু ব্লাড মুন। বিশ্বের নানা দেশের মানুষ প্রতীক্ষা করছে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগের জন্য। এক অপার্থিব অভিজ্ঞতার সাক্ষী হবে গোটা বিশ্ব।

দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন। অবলোকন করা যাবে রক্তিম চাঁদ। শেষবার এমনটা ঘটেছিল ১৫২ বছর আগে।

উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ অত্যাশ্চর্য দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *