সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি শহরের বাজারে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ হামলা রাশিয়ান বিমান থেকে করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।
বিকিকিনির ব্যস্ত ওই এলাকাটিতে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা।
বোমা হামলার সময় বিমানগুলো অনেক ওপর দিয়ে উড়ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিরীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো অত উপর দিয়ে উড়তে পারে না, তাই সেগুলোকে রাশিয়ার বিমান বলে ধারণা করছেন তারা।
সিরিয়ার বিরোধীদল পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বিমান হামলায় আরো ২০ জন আহত হয়েছেন।
ইন্টারনেটে স্থানীয় সরকারবিরোধী আন্দোলনকারীদের পোস্ট করা ভিডিওতে ব্যাপক ক্ষয়ক্ষতির নমুনা দেখা গেছে।