নাম তার সাদিয়া বিসেইসো। ভালোবাসেন প্রথা ভাঙতে। তিনি শুধু পেশাদার মার্শাল আর্টস অ্যাথলেটই নন; ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রথম আরব নারীও।
ফ্লোরিডায় ডব্লিউডব্লিউই’র পারফরমেন্স সেন্টারে ইতোমধ্যে প্রশিক্ষণও শুরু করেছেন ৩১ বছর বয়সী এই জর্ডানিয়ান নারী। সাদিয়ার প্রত্যাশা, বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ শেষ কয়েকদিনের মধ্যেই রিংয়ে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করবেন।
জানা গেছে, বেশ অভিজ্ঞ প্রতিযোগী তিনি। টেলিভিশনে উপস্থাপনা থেকে শুরু করে ভয়েস ওভার আর্টিস্ট ও ইভেন্ট প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন।
মার্শাল আর্টসে যাত্রা শুরু ২০১৪ সাল থেকে। অংশও নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায়। রেসলিং শো’র জন্য বিখ্যাত ডব্লিউডব্লিউইতে সাধারণত সাজানো ম্যাচের আয়োজন করা হয়ে থাকে। পারফরমাররা নির্দিষ্ট একটা চরিত্রে স্ক্রিপ্ট অনুযায়ী সেখানে পারফর্ম করে থাকেন।
সাদিয়ার ধারণা রিংয়ে তাকে দেখতে দুই বছর মতো সময় লেগে যেতে পারে। তবে তিনি চেষ্টায় আছেন, শিগগিরই দর্শকের সামনে আসার।
সূত্র : সিএনএন