রাজধানী তুরাগ নদী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আব্দুল্লাপুর, টঙ্গীর বাজার, কামারপাড়া এলাকায় তুরাগ নদীর পশ্চিম ও দক্ষিণ তীরে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ জয়লান আবেদীন, মো. মিজানুর রহমান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. শামীমা বানু শান্তি গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক কে বলেন, তুরাগ নদীর জায়গা অবৈধভাবে দখল করে যারা স্থাপনা তৈরি করেছে তারা যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। তুরাগ নদীর অবৈধ দখলদারিত্ব রোধে সরকার বদ্ধপরিকর।
এ সময় তিনি আরো বলেন বিআইডব্লিউটি এর এ অভিযান অব্যাহত থাকবে।