পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের আগাম নির্বাচনের দাবি করেছিলেন। তবে তার সেই দাবি নাকচ করে দিয়েছে দেশটির প্রধান দুদল পিপিপি ও মুসলিম লীগ (নওয়াজ)।
অনেকেরই ধারণা ইমরান খান এখন নিজেকে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মনে করছেন। আর এ কারণে আগাম নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যেতে চান তিনি।
আগামী জুলাই মাসে পাকিস্তানে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু পিটিআইর প্রধান ইমরান খান দাবি করেছেন, জুলাইয়ের আগেই নির্বাচন দিতে হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেন, আগাম নির্বাচনের দাবি মেনে নেয়া সম্ভব নয়। আগাম নির্বাচন গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।
সিনেটের সভাপতি রাজা রাব্বানি বলেন, গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো উচিত। কারণ এর মধ্য দিয়ে দেশ শক্তিশালী হবে। আমরা আগাম নির্বাচনের দাবির প্রতি সমর্থন জানাব না।