বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাকিস্তানে এক মেডিকেল কলেজের ছাত্রীকে গুলি করে হত্যা করেছে এক যুবক। নিহত আসমা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়তেন।
কলেজের ছুটিতে ওই প্রদেশের কোহাত এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন আসমা। সেখানেই তাকে গুলি করেন মুজাহিদ।
মুজাহিদ আফ্রিদি নামে এক ব্যক্তি তাকে গুলি করেছেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আসমা তাতে রাজি হননি। আসমাকে বিয়েতে রাজি করানোর জন্য তার পরিবারকে চাপ দিতেন মুজাহিদ। কিন্তু তাতে কাজ না হওয়ায় এক পর্যায়ে তিনি তাকে গুলি করে হ্যো করেন।
গত শনিবার আসমা তার এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ ও তার সহযোগী সাজিদ আসমাকে দেখার পর গুলি ছোড়েন।
আসমার শরীরে তিনটি গুলি লেগেছিল। তাকে কাছের একটি হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন মারা যান আসমা।
কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ জানিয়েছেন, মুজাহিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সূত্র : ডন