আফগান রাজধানী কাবুলের একটি সামরিক একাডেমিতে আজ সোমবার ভোরে প্রচণ্ড হামলা হয়েছে। ভারী গোলাবিনিময় ও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটি সোমবার সকালে হামলার মুখে পড়ে। স্থানীয় সময় ভোর ৫.০০টায় এই হামলা শুরু হয়।
মাত্র দু’দিন আগে কাবুলে একটি অ্যাম্বুলেন্স হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছিল।