গত পরশু প্রকাশ পেয়েছে ইরোটিক থ্রিলার হেট স্টোরির চতুর্থ কিস্তির অফিসিয়াল ট্রেলার। ‘হেট স্টোরি ৪’ তার ট্রেলারেই উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ আ হেট স্টোরি’- এমনই বক্তব্যে ছড়িয়েছে আকর্ষণ। উর্বশী রৌতেলার আবেদনময়ী উপস্থিতিতে স্ক্রিনজুড়ে কেবলই উত্তাপ।
অফিসিয়াল ট্রেলার মুক্তির পর ইতিমধ্যে ১০ লাখ ৮৪ হাজারের বেশি ভিউ হয়েছে। এটা বাড়ছেই। সবাই বলছেন, এবারের হেট স্টোরি আরো বেশি গাঢ়, সাহসী আর উত্তেজক। প্রেম, যৌনতা আর শিহরণের অবিশ্বাস্য মিশেল হেট স্টোরি ফ্রাঞ্চাইজি। যারা এর নিয়মিত দর্শক তাদের জন্য এই সিক্যুয়েলটি চাওয়া-পাওয়ার মাত্রা ছাড়াবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিশাল পান্ডের পরিচালনায় এ ছবিতে আরো আছেন টিভি তারকা করণ ওয়াহি আর ভিভান ভাথেনা। এই তিন চরিত্রের মধ্যে সৃষ্ট বাষ্পীয় যৌনতা ছবিটির দর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সমালোচকরা।