অত্যাধুনিক ফিচার নিয়ে বাজারে আসছে অ্যাপল

Slider তথ্যপ্রযুক্তি

 

iPhone-X-Plusচলতি বছরেই তিনটি দুর্দান্ত ফোন নিয়ে বাজারে আসছে অ্যাপল৷ এরমধ্যে রয়েছে দু’টি এসলিডি ডিসপ্লে এবং একটি ওএলইডি ডিসপ্লের ফোন৷ এরমধ্যে রয়েছে আইফোন এক্সপ্লাস৷ এছাড়াও আসছে আরও দু’টি নয়া ফোন৷ যেগুলি আইফোন এক্সপ্লাস লঞ্চ করার কিছুদিন পরই লঞ্চ করার সম্ভাবনা রয়েছে৷

গত বছরই লঞ্চ হয়েছিল আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস৷ এবার সেই ফোনগুলির থেকেও আরও অত্যাধুনিক ফোন নিয়ে হাজির হচ্ছে অ্যাপলের নয়া আইফোন এক্সপ্লাস৷ এই নয়া ফোনটিতে রয়েছে ওয়ারলেস চার্জিং সিস্টেম৷ এছাড়াও রয়েছে ৩ডি সেন্সিং ফিচারস৷ চলতি বছরের শেষের দিকে আইফোন এক্সপ্লাস ফোনটি লঞ্চ করতে চলেছে৷

তবে, এই ফোনটির আরও একাধিক নাম রয়েছে৷ এগুলির মধ্যে রয়েছে iPhone 9, iPhone 11, iPhone XI ও৷ এই নয়া ফোনটি সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে৷ এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৬৩হাজার ৫২১টাকা৷

যে সমস্ত ফিচারগুলো থাকছে এই ফোনে-

৫.৮ ইঞ্চি ডিসপ্লে, অপারেটিং সিস্টেম আইওএস, স্ক্রিন রিজলিউশন- 750×1334,  ৪জিবি ব়্যাম, ২০৫০ মেগাহার্ৎজ ব্যাটারি, ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, টাচ আইডি, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *