ইরানে ইসলামিক স্টেটের (আইএস) অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে বিপ্লবী রক্ষীবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইরান। পাশাপাশি তাদের ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার ইরানের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিপ্লবী রক্ষীবাহিনী।
আইএসের ২১ জনের একটি দল পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে, রক্ষীবাহিনী তাদের নজরদারীতে রাখে এবং শনিবার সকালে তাদের ওপর হামলা চালায়।
অধিকাংশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে; কিন্তু সংঘর্ষে কতজন নিহত বা আহত হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৬ জনকে আটকের খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত জুনে রাজধানী তেহরানে ইরানি পার্লামেন্টে ও ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির মাজারে হামলা চালিয়েছিল আইএস। ওই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং বহু আহত হয়।
সূত্র : এপিএ