দিনের শুরুটা নীলছবি না দেখলে হয় না! আর তাই দিনের শুরুটা ১৫ মিনিট পর্ন দেখেই করি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাম গোপাল ভার্মা।
পরিচালকের কথায়, পর্ন ছবি দেখলে নাকি শক্তি আসে নিজের মধ্যে। আর সেই শক্তিই তাকে সারাটা দিন চলতে সাহায্য করে।
কিছুদিন আগেই পর্নস্টার মিয়া মালকোভার ছবিতে ঝড় বয়ে যায় ইন্টারনেটে। কারণ, রাম গোপাল ভার্মা বলিউডে কাজ করছে বিখ্যাত এই পর্নস্টারের সাথে। কিছুদিন আগেই সেই ছবির পোস্টার টুইটারে পোস্ট করেন তিনি। আর তাতেই সবার চোখ কপালে উঠে যায়। বোঝা যায়, বেশ সাহসী একটা কাজ করতে চলেছেন পরিচালক। এবার সমানে এল GOD, SEX and TRUTH নামে সেই ছবির ট্রেলার।
৩ মিনিট ২৭ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করেছেন রাম গোপাল ভার্মা। যেখানে মিয়া মালকোভাকে যৌনতা নিয়ে কথা বলতে দেখা যাবে। যৌনতা সংক্রান্ত বেশিকিছু বার্তাও দেওয়া হয়েছে ওই ভিডিওতে।
যৌনতা আসে ভালোবাসা থেকেই, আর সেটা ঈশ্বরের দান। এভাবেই যৌনতাকে বর্ণনা করছেন মিয়া। ট্রেলরজুড়ে নানা ধরনের হট পোজে দেখা যাবে মিয়া মালকোভাকে।