সাধারনত কুকুর মানুষকে কামড়ায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটল এর উল্টো ঘটনা। কুকুরকে কামড়ানোর কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছে কুকুরটি। তার চিকিত্সা চলছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের পুলিশ প্রধান জানিয়েছেন, নিউ হ্যাম্পশায়ারের বসকাওয়েন শহরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পেয়ে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ আসতে দেখেই ওই দু’জন পালিয়ে যায়। পুলিশের প্রশিক্ষিত কুকুর তাদেরকে তাড়া করলে অভিযুক্তদের একজন কুকুরটির গলা চেপে ধরে। কিছুক্ষণ পর কুকুরটিকে জোরে কামড় দিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। অন্যজনও পালিয়ে যেতে সক্ষম হয়।
কে-নাইন বেদা নামের কুকুরটি এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। তার চিকিত্সা চলছে।
পরে অবশ্য ২ অভিযুক্তকেই গ্রেফতার করতে সক্ষম হয় নিউ হ্যাম্পশায়ারের পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ-কুকুরকে আহত করার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশ-কুকুর এতটাই প্রশিক্ষিত যে, এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া খুব একটা সহজ নয়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান