১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দুশ্মন্ত চামারার তালুবন্দী হন মাহমুদউল্লাহ (৭)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৪২ রান। ব্যাট করছিলেন মুশফিকুর রহিম (১০) ও সাব্বির রহমান।
তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সুরঙ্গা লাকমলের বলে প্লেড অন হয়ে ফিরেছেন এনামুল। টুর্নামেন্টে এ নিয়ে টানা চার ম্যাচে প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হলেন এই ওপেনার। তাঁর ফিরে যাওয়ার পর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে তামিমের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউট হন সাকিব (৮*)। সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন লঙ্কান ফিল্ডার দানুস্কা গুনাতিলোকা। এক বল পরই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে গুনাতিলোকার দুর্দান্ত ক্যাচে পরিণত হন তামিম (৫)।
বাঁ–হাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে বাংলাদেশ দলে ঢুকেছেন পেসার আবুল হাসান রাজু। গ্রুপ পর্বের এ শেষ ম্যাচটি জিতলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। হারলেও শ্রীলঙ্কার (-০.৯৮৯) ফাইনালে ওঠার পথ খোলা থাকবে, তবে সে ক্ষেত্রে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে দিনেশ চান্ডিমালের দলকে।