গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার রেলওয়ে বস্তির জনৈক ললিতার বাড়িতে মঙ্গলবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ওই বাড়ির ২৮ টি বসত ঘর পুঁড়ে ছাঁই হয়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীদের ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার আজ, গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত পৌঁনে ৩ টায় ওই এলাকার ললিতার বসত ঘরের পেছন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের টিনসেড ঘরগুলোতে ছড়িয়ে পড়লে মূল্যবান আসবাবপত্রসহ ২৮টি বসত ঘর পুঁড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ এলাকাবাসী চেষ্টা করে সকাল ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এলাকার লোকজন আরো জানায়, ওই সময় ঘটনা স্থলের পাশে কয়েকজন নেশাগ্রস্থ লোক আগুন পোহাচ্ছিল। এ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে ধারনা করা হচ্ছে।