বরিশালের গৌরনদীতে র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও বিয়ারসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের আজ সকালে গৌরনদী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পার্শ্ববর্তী কালকিনি উপজেলার পশ্চিম সাহেবরামপুর গ্রামের মৃত আ. রাজ্জাক খানের ছেলে মো. আক্কাস আলী খান স্বপনকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। অপরদিকে, একইদিন রাত ৮টায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের একটি দল গৌরনদী বাসস্ট্যান্ডে নিউ বনলতা এন্টারপ্রাইজে অভিযান চালায়। এ সময় দোকান থেকে বিদেশি বিভিন্ন ব্রান্ডের আট হাজার ৫০০ টাকার ননএ্যালকো এনার্জি ড্রিংক জব্দ করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বিকাশ দাস ও গৌরনদী বন্দর থেকে আরো দুইজনকে আটক করা হয়।
গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় র্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।