মাটি খুঁড়তেই বেরিয়ে এল অদ্ভুত সাদা রংয়ের ডিম।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ডিমগুলি রাজাসৌরাস নারমাদেনসিসের। যা ডাইনোসরেরই এক ধরণের প্রজাতি।
ভারতের গুজরাটের মাহিসাগরে এই ডিমগুলি পাওয়া গেছে। মাঠে চাষ করার সময় মাটি খুঁড়তেই এটা বেরিয়ে আসে। ডিমের এই জীবাশ্মগুলি কয়েক কোটি বছরের পুরানো বলে দাবি করলেন বিশেষজ্ঞরা।