রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

Slider জাতীয়

maxresdefaultসংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার রাতে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক একথা জানান।

১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচনে প্রকাশ্য ভোট দেবেন। প্রকাশ্য ভোট গণনাও হবে। রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। এক্ষেত্রে প্রার্থীরা সমান ভোট পেলে লটারি হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার পাঁচ বছরের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী নব্বই থেকে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *