সাবেক র‌্যাব সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দী

বাংলার আদালত

aনারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক র‌্যাব সদস্য নুরুজ্জামান (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছেন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের আদালতে বুধবার দুপুর সোয়া ১টা থেকে তিনি জবানবন্দী দেওয়া শুরু করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। র‌্যাব-১১তে দায়িত্ব পালনের সময় সিপাহী নুরুজ্জামান সেনাবাহিনী থেকে সম্প্রতি স্বেচ্ছায় অবসরে যান। সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে মাগুরা সদর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *