স্যামসাংয়ের গ্যালাক্সি দুনিয়ায় আরও এক নতুন সংযোজন৷ এস ৯ এবং এস ৯+ ছাড়াও আরও একাধিক নয়া ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে গ্যালাক্সি নোট ৯৷ সামস্যাং গ্রাহকদের জন্য নিসন্দেহে এটি একটি ভালো খবর৷ কি রয়েছে এই ফোনে? কতটা তফাৎ রয়েছে স্যামসাংয়ের অন্যান্য ফোনের থেকে? জেনে নিন এক নজরে-
১) ৬ ইঞ্চি ডিসপ্লে
২) পিকচার রিজলিউশন 1080×2048 পিক্সেল
৩) অপারেটিং সিস্টেম Android v7.1.1 (Nougat)
৪) Octa core প্রসেসর
৫) ৬জিবি ব়্যাম
৬) 3500 mAh ব্যাটারি
৭) রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল
৮) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও রয়েছে লাইট সেন্সর
৯) ইন্টারনাল স্টোরেজ ৬৪ থেকে ২টিবি
১০) ন্যানো সিম
১১) এই ফোনটির সম্ভাব্য দাম হতে চলেছে ৬৯,৯৯৯ টাকা