সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী সহ নিহত ৯

Slider সারাদেশ

101649_lead

 

সৌদি আরব:  সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী সহ নিহত হয়েছেন কমপক্ষে ৯ বিদেশী শ্রমিক। এতে আহত হয়েছেন ছয় জন। তারা একটি পাহাড়ি পথে গাড়িতে যাওয়ার সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে আল বাহা প্রদেশে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয় নিহত তিন বাংলাদেশী হলেম মালাম মিয়া, শাহ আলম মিয়া ও সাউফুল ইসলাম বাবু বাশার। এ ছাড়া নিহত হয়েছেন চারজন মিশরীয়।

তারা হলেন মোহাম্মদ সাঈদ আল আতিফ, হানি আলী আহমেদ, মজিদ আল সাইদ ও আলী উইন আলাবদীন। নিহত অন্য একজন হলেন শাহ আলম। তবে ভারতীয় আরেক শ্রমিককে হাসপাতালে নেয়ার পর মারা যান। তার নাম জানা যায় নি। রিপোর্টে বলা হয়, নিহতরা একটি ক্যাটরিং কোম্পানি বা খাদ্য সরবরাহকারী কোম্পানিতে কাজ করতেন। তারা বালজুরাশি হাসপাতালে রোগিদের খাদ্য সরবরাহ করতেন। তবে তারা সাপ্তাহিক ছুটি কাতাতে যাচ্ছিলেন কুনফুদা এলাকায়। সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আল বাহা অঞ্চলের আমির প্রিন্স ড. হোসাম বিন সাউদ বিন আবদুল আজিজ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি আহতদের সব রকম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার পর পরই সেখানে ছুটে যায় সৌদি আরবে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ, স্টবাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সের জরুরি দল। তারা আহতদের উদ্ধার করে প্রিন্স মিশারি হাসপাতালে নিয়ে যান। পরে সঙ্কটজনক অবস্থায় একজন ভারতীয় ও এক বাংলাদেশীকে আল বাহার বাদশা ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার মধ্যে ভারতীয় শ্রমিকটি মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *