রাশিয়াসহ পুরো উত্তর গোলার্ধে তীব্র শীত পড়েছে। এর মধ্যেই একটি অনুষ্ঠানে অংশ নিয়ে লেকের বরফ শীতল পানিতে খালিগায়ে ডুব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সাইবেরীয়ায় এখন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো। ঠাণ্ডায় অনেকের চোখের পাতায় পর্যন্ত বরফ জমে যাচ্ছে। এই মুহূর্তে পুতিনের এই কাণ্ড অনেককেই চমকৃত করেছে।
অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার পুতিন রাজধানী মস্কোর ৪শ’ কিলোমিটার উত্তরের লেক সেলিজারের বরফ ঠান্ডা পানিতে ওই ডুব দেন।
পুতিনের এ স্নান এবং আনুষ্ঠানিকতা পালনের দৃশ্য সম্প্রচার করেছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।