বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবর প্রাঙ্গণে আসেন বিএনপি নেত্রী। পরে প্রয়াত নেতার কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীরা। দিবসটি পালনে বিএনপি বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।