আইভির মাইনর স্ট্রোক হয়েছে

Slider ঢাকা
grambanglanews24.com
grambanglanews24.com

ধানমন্ডির ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভির সিটি স্ক্যান রিপোর্টে মাইনর হেমোরেজিক স্ট্রোক ধরা পড়েছে। তবে প্যারালাইসিস বা অন্যান্য কোন লক্ষণ প্রকাশ পায়নি।

তাঁর চিকিৎসায় নিয়োজিত পাঁচ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ডের সদস্য এবং ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কিছুক্ষণ আগে কালের কন্ঠকে বলেন,  ‘স্ট্রোক হেমোরেজিক হলেও তা মাইনর (সামান্য)। যতটুকু হয়েছে তা কনজারভেটিভ। এরজন্য কোন অপারেশনের প্রয়োজন নেই। আশা করি, প্রয়োজনীয় ওষুধেই কাজ হবে।’

অধ্যাপক ডা. মাহবুবুর রহমান জানান, সেলিনা হায়াত আইভির অবস্থা এখন বেশ স্বাভাবিক। তিনি স্বাভাবিক কথা বলতে পারছেন। আগামীকাল পুনরায় সিটি স্ক্যান করে ফলোআপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *