ভারতে তালাবন্ধ একটি বাড়ি থেকে পুরনো নোটের ৮০ কোটি টাকা উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও উত্তর প্রদেশ পুলিশ।
কলকাতার নিউজ২৪ এর বরাতে জানা যায়, পুলিশ একটি তালাবন্দ ঘর থেকে প্রায় ৮০ কোটি টাকা উদ্ধার করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও আয়কর দফতরের একটি দল টাকার সঠিক পরিমাণ জানতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে৷ তবে নিরাপত্তার খাতিরে ধৃতদের নাম প্রকাশ করেনি কানপুর পুলিশ৷
এই গোটা ঘটনায় সরকারি কোনও আধিকারিকের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালানোর ফলেই গ্রেফতারী সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। কানপুরের স্বরূপনগর থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়৷ তল্লাশি চলে স্বরূপ নগর সহ সিসামউ এলাকা জুড়ে। কানপুর পুলিশের আইজি অলোক সিং-এর নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে৷