পেন্টাগনের সাবেক কর্মকর্তা অ্যাশটন কার্টার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে মনোনয়ন দিয়েছেন বলে রিপাবলিকান সিনেটর জিম ইনহোফের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সিনেটের অনুমোদন মিললে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের স্থলাভিষিক্ত হবেন অ্যাশটন কার্টার।
উচ্চ প্রযুক্তি সম্পন্ন অস্ত্র ও সামরিক বাজেট বিশেষজ্ঞ কার্টারের জনপ্রিয়তা ডেমোক্রেট-রিপাবলিকান উভয় শিবিরে রয়েছে। পেন্টাগনে সংস্কারবাদী হিসেবে পরিচিত ৬০ বছর বয়সী কার্টার।
বিল ক্লিনটনের শাসনামলে পেন্টাগনে পরমাণু অস্ত্র নীতি ও ইউক্রেনসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের অঞ্চলে পরমাণু অস্ত্র অপসারণে কাজ করেন কার্টার।
২০০৯ থেকে ২০১১ সালে পেন্টাগনের শীর্ষ অস্ত্র ক্রেতা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের পর উপ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৩ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন কার্টার।