ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে ডিমলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার শেষে উপজেলা পরিষদ মাঠে দুই দিন ব্যাপি তথ্য ও প্রযুক্তি মেলা সমাপ্ত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, প্রাণিসম্প কর্মকর্তা,উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এতে ডিমলায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারে ১ম হয়েছে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ২য় ডিমলা জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, ৩য় ডিমলা উচ্চ বিদ্যালয়, ৪র্থ ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানগণ সান্তনা পুরস্কার গ্রহন করেন।