ঢাকা: বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আমরা অতীতে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, এদেশের জনগন গণতন্ত্রের জন্য আবারো রক্ত দিবে। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, দেশের মানুষ রক্ত দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। হাসিনা এই গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। হাসিনা স্থায়িভাবে এই দেশকে শোষণ করতে চাচ্ছে। এই সরকারের দেশের বাইরে কোন বন্ধু নেই।
তিনি বলেন, এই সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি, তারা সাংবাদিকদের লেখার স্বাধীনতা হরণ করেছে। এরা চাইছে বন্দুকের গুলি দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে। ইতিহাস বলে নিরস্র মানুষকে দমিয়ে রাখা যায়না।
তিনি আরও বলেন, এখন রাজপথ রক্তাক্ত হচ্ছে। বিএনপিকে নির্যাতন করা হচ্ছে। শিগ্রই জনগনের আন্দোলনে এই সরকারের পতন ঘটবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাগপার সাধারন সম্পাদক লুতফুর রহমান, কলান পার্টির সহ-সভাপতি শহিদুর রহমান তামান্না, বিএনপি নেতা হাবিবুর রহমান।