এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে চাকুরি জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করনের দাবীতে ১৪ জানুয়ারী রবিবার বেলা ১২টায় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের পুরাতন শহীদ মিনার চত্তরে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা গোলাম মোস্তফা (বটতলী), শহিদুল ইসলাম, কৃষœ চন্দ্র রায়, গোলাম মোস্তফা (ঝাড়বাড়ী), আলহাজ আহসান হাবিব, আলী আকবর জিন্না, হাসানুজ্জামান বাবুল, সহিম উদ্দিন, থানেশ^র রায়, খসবুল আলম, আব্দুর রশিদ প্রমুখ।
উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম এসময় একাত্ততা ঘোসনা করে চাকুরি জাতীয়করণ করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।