হাফিজুল ইসলাম লস্কর :
পরিস্কার পরিছন্ন সিলেট গড়ার প্রত্যয়ে পরিছন্নতা অভিযানের অংশ হিসেবে আজ রবিবার (১৪জানুয়ারী) দুপুরে সিলেট নগরীর অভিজাত এলাকাখ্যাত শাহজালাল উপশহরস্থ তেররতন ছড়ার দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্ব ময়লা আবর্জনা পরিষ্কার অভিযানের সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও স্থানীয় কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।