টঙ্গীর তুরাগ তীরে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার মোনাজাত হয়েছে বাংলায়। মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনায় বাংলা ভাষায়ও মোনাজাত করা হয়।
মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা যাচ্ছে।
২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করছেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের।
আখেরি মোনাজাতের আগে সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বয়ান। ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি।