টঙ্গী গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে চলতি বছরে অনুষ্ঠিতব্য ৫৩তম বিশ্ব ইজতেমায় গত তিন দিনে ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এক বিদেশি মুসল্লি মারা গেছে। তার নাম নূর হামদীন আব্দুর রহমান (৫৫)। তিনি মালয়েশিয়ার নাগরিক বলে জানা গেছে।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক আজ বিদেশী নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি আজ গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি কে জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিদেশী নিবাসে অবস্থানরত মালয়েশিয়ার নাগরিক নুর হামদীন আব্দুর রহমান হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে দ্রুত টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ নিয়ে ইজতেমায় এক বিদেশি মুসল্লি সহ মোট ৩ মুসল্লি মারা গেছে।