এম আরমান খান জয়,গোপালগঞ্জ :
গত শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুরে জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান,এম.পি, ও সাবেক মন্ত্রী।
অনুষ্ঠানের সভাপত্বিত করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি বাবু সমীর মন্ডল ও সভা পরিচালনা করেন বাবু বিপ্লব মজুমদার, সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ মুকসুদপুর উপজেলা শাখা। ফারুক খান বলেন, বাংলাদেশে বিনএপি’এর শাসন আমলে কোন উন্নয়ন হয়নি। বাংলাদেশ আওয়ামীলীগের আমলে উন্নয়ন আর উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন শুধু মাত্র বাংলাদেশের জনগনের উন্নয়ন। তাই আপনারা আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিপুল ভোটের মাধ্যমে আবারও বিজয়ী করবেন এই প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখলাম। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন এ্যাড. আতিকুর রহমান মিয়া মেয়র মুকসুদপুর পৌরসভা ও বাংলাদেশ আওয়ামীলীগ মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি, মোহাম্মদ রবিউল আলম শিকদার মুকসুদপুর উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুকসুদপুর উপজেলা, রমেন বালা প্রধান শিক্ষক সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয়, বাবু শ্যামল কান্তি বোস, সাইফুল ইসলাম টুটুল, এনায়েত হোসেন লিপন, অখিল চন্দ্র বৈরাগী জলিরপাড় ইউপি চেয়ারম্যান, বাবু শুকুমার, শেখ হারুন, বাবু অধির চন্দ্র সাহা।
উদ্ধোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দীপক বাড়ৈ, লিটন বাক্চী (টুলু), মৃনাল বারিকদার, রকিম বৈরাগী, বাবু অখিল তালুকদার, বাবু জয়দেব মন্ডল (জেডি), নির্মল সাহা, জনাব বাবুল আক্তার খান, বাবু গোপাল বালা, বাবু সমীর কান্তি শাঁখারী, বাবু অসীম কুমার, বাবু হারান মল্লিক, বাবু স্বপন কুমার মন্ডল, হারু মোহন্ত, মেরী বৈরাগী, ননী গোলদার আরো অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রিয়া হালদার ও আরো অনেকে।