ইজতেমাকে কেন্দ্র করে নৌকা থেকে চাঁদা বাজী,আটক ২

Slider ঢাকা
grambanglanews24.com
grambanglanews24.com

উত্তরা প্রতিনিধি :

বিশ্ব ইজতেমায় ১ম পর্বে রাজধানীর তুরাগ নদী দিয়ে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিদের নিয়ে আসা নৌকা থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ২ চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তুরাগ নদীর কামারপাড়া বেরিবাধ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতরা হলেন তুরাগ থানা এলাকার নয়া নগর গ্রামের আব্দুল ওহাবের  ছেলে জুবায়ের হোসেন (২৪) ও কোটালীপাড়া থানার কাগডাঙ্গা গ্রামের সেকান্দার আলীর পুত্র  মোঃ  নাঈম শিকদার (৩৩)।
পুলিশ জানায়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নিয়ে আসা প্রতিটি নৌকা গুলো থেকে ২০০/ ৩০০ টাকা করে চাঁদা উঠানোর সময় ২জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আরো চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে ।
ডিএমপির উত্তর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তাপস কুমার দাস গ্রাম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত চাঁদাবাজদের বিরুদ্ধে তুরাগ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের কোর্টে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *