বিশ্ব ইজতেমায় প্রায় চার হাজার পাঁচশ বিদেশী মুসুল্লীর আগমন

Slider গ্রাম বাংলা ঢাকা
grambanglanews24.com
grambanglanews24.com

মো:আলীআজগর খান পিরু;টঙ্গী ইজতেমা ময়দান থেকেঃ
গাজীপুরের তুরাগতীরে বিশ্ব ইজতেমায় বিপুল পরিমান বিদেশী মুছল্লীর আগমন ঘটেছে প্রথম পর্বেই।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক,ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির জানান, আজ শুক্রবার দুপুর পর্যন্ত বাইরের দেশের ৪,৫০০ মুসল্লী এবার ইজতেমা মাঠে এসে পৌঁছেন।
প্রথম পর্বে দেশের ১৪ জেলার মুসল্লিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, জর্ডানসহ বিশ্বের ৭১টি দেশ ৪টি ভিন্ন ভিন্ন খিত্তায় মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন। বিদেশী মুসুল্লীদের আগমন অব্যাহত রয়েছে। এবছর মালয়শিয়া থেকে  মুসুল্লী এসেছে প্রায়  ১০০০ জন।
জেলা প্রশাসক বলেন, প্রথম দিনে কোথাও কোন গোলযোগ সৃষ্টি হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি কন্ট্রোল রুম থেকে ইজতেমার সকল কার্যক্রম সার্বক্ষনিক  মনিটরিং করা হচ্ছে। ওই এলাকায় প্রতিদিন দুইবেলায় ১০টি মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।এখানে ১৫জন ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *