চেলসি নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজেও আর্সেনালকে হারাতে পারেনি। হাইভোল্টেজ ম্যাচটিতে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি।
ম্যাচের শুরু থেকেই চেলসি বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে। পুরো ম্যাচেই তাদের দখলে ছিল বল। আক্রমণ করার দিক থেকেও এগিয়ে ছিল দলটি।
তারা সর্বমোট ২১টি শট নিয়েছে। তবে গোলের দেখা মেলেনি ফরোর্ডদের ব্যর্থতার কারণে।
এটাই যে প্রথম আর্সেনালের সঙ্গে ড্র হলো, সেটাও নয়। এর আগে লিগে দু’বারের মুখোমুখি দেখায়ও কেউ কাউকে হারাতে পারেনি।
চলতি বছরের ২৪ জানুয়ারি আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আবার দেখা হবে দু’দলের। দেখা যাক এবার কী ঘটে।