বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রেলওয়ে স্পেশাল সার্ভিস। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চলাচল করবে। আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এই ট্রেন সার্ভিস চলাচল করবে। এই সুবিধা পেতে সবাইকে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।
জানা গেছে, ৯ জানুয়ারি দুপুরের পর থেকে ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট বিরতিতে থাকবে। ১৪ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ-১,২,৩,৪ ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে না। ১২, ১৩ ও ১৪ জানুয়ারি ২৫১/২৫২ (লোকাল ট্রেন) আর ১৩ ও ১৪ জানুয়ারি কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনগুলো বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে মহানগর এক্সপ্রেস।
আখেরি মোনাজাতের পরের দিন টিকিটধারী মুসল্লিদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে যাতায়াতের সুবিধার্থে ধূমকেতু, রংপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কালানি, যমুনা, সিরাজগঞ্জ, মহানগর এক্সপ্রেস, সুন্দরবন, পারাবত, হাওর, উপকূল, তিস্তা, নীলসাগর, এগারসিন্ধুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, জয়ন্তিকা, মহানগর প্রভাতী ও সিল্কসিটি এক্সপ্রেস টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে বলে রেলওয়ে সূত্র জানায়।