এবার স্মার্টফোন কেস হবে সেলফি ড্রোন!

Slider তথ্যপ্রযুক্তি

drone-smartphone-case

লাস ভেগাসে চলছে কনজিউমার ইলেকট্রনিক শো (CES 2018). আর এই শো-তেই বিভিন্ন টেকনোলজি কোম্পানি পেশ করছে একের পর এক চমক৷ এই শো-তে এমন এমন সব প্রোডাক্ট উঠে আসছে যার বর্ণনা এবং কার্যক্ষমতা শুনলে হাঁ হয়ে যাবেন আপনি! এমনই একটি সৃষ্টি হল স্মার্টফোন কেস সহ সেলফি ড্রোন৷

SELFY Camera LLC নামের একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে AEE অ্যাভিয়েশন এর ডেমোন্স্ট্রেশন করে৷ এটি একটি স্মার্টফোন কেস, যার সঙ্গে ড্রোন ক্যামেরা যুক্ত করা হয়েছে৷ সেলফি ক্লিক করতে পারবে এমনভাবেই ডিজাইন করা হয়েছে এটি৷

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র একটা বাটন ছুঁলেই AEE SELFLY সক্রিয় হয়ে ওঠে এবং আপনার সেলফি নেওয়ার জন্য উড়ান শুরু করে৷ যেখানে আপনার হাত পৌঁছবে না এমন একটি উচ্চতায় পৌঁছে আপনার সেলফে নেবে এই স্মার্ট ড্রোন৷ এখানেই শেষ নয়৷ ইউজার সেলফির অ্যাঙ্গেলও বদলে ফেলতে পারবেন ইচ্ছে হলে৷ সেলফি স্টিকের অনেক বেশি স্মার্ট এটি, এমনটাই মনে করা হচ্ছে৷

AEE SELFLY ড্রোন স্মার্টফোন কেস চার থেকে ছয় ইঞ্চির স্মার্টফোনের জন্য ডিজাইন করা হয়েছে৷ এর বৈশিষ্ট্য হল, এটি ফোল্ড করা যাবে এবং এটি 10mm মোটা৷ এতে স্টেবেলাইজেশন টেকনোলজি রয়েছে, তাই স্থিরচিত্র অনায়াসে তুলতে পারবে এটি৷ ভিডিও বা ছবি তোলার জন্য ইউজার নির্দেশও দিতে পারে৷

সম্পূর্ণ এইচডি ভিডিও রেকর্ড করবে বলে দাবি করা হয়েছে৷ ১৩ মেগাপিক্সেলের লেন্স রয়েছে যার সাহায্যে ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে৷ এটি চার মিনিট পর্যন্ত উড়তে সক্ষম৷ এটি চার্জ করতে মাত্র আধ ঘন্টা লাগবে৷ চলতি বছরেই এটি অ্যামাজনে অনলাইনে এর বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে৷ এর মূল্য প্রায় ৮,২৮৭টাকা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *