মিশরে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১৮৮ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ২০১৩ সালে রাজধানী কায়রোর কাছে একটি থানায় হামলা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত ওই ১৮৮ সমর্থককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করে আদালত। ওই হামলায় কমপক্ষে ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
আগামী ২৪শে জানুয়ারি চূড়ান্ত রায় প্রদানের পর বিবাদীরা আপিল আবেদন করার সুযোগ পাবেন। ১৮৮ জনের মধ্যে ১৪০ জন কারাগারে রয়েছে।
বাকিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। এ বছরের শুরুতে অপর একটি থানায় হামলার অভিযোগে ৫ শতাধিক ব্রাদারহুড সমর্থককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। থানায় হামলার দিনেই মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভে অংশ নেয়া ব্রাদারহুড সমর্থকদের তাঁবুতে অভিযান চালিয়েছিল। এতে শ’ শ’ মানুষ প্রাণ হারায়।
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানোর ঘটনায় তীব্র সমালোচনার ঝড় বয়েছে সারা বিশ্বেই। এ পর্যন্ত শ’ শ’ কিংবা এমনকি হাজারেরও বেশি মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে দেশটিতে। তবে এখন পর্যন্ত একটি রায়ও কার্যকর করা হয়নি। অ্যামনেস্টির মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার এ ধরনের রায়ের কড়া সমালোচনার করেছে এবং রায় প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।