ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে গতকাল বুধবার দিবাগত রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শতাধিক যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
ঘন কুয়াশার কারণে ১০ থেকে ১৫ দিন ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতি, শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এই পথে যাতায়াতকারী যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে জানান, গতকাল মাঝরাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ফেরির ওপর থেকে নিচে পানি পর্যন্ত দেখা যাচ্ছিল না।