চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে দু’দিন গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ নিয়ে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কর্ণফুলী গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ কে চৌধুরীর সঙ্গে মতবিনিময় করে তারা।
চেম্বার কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে এভাবে দু’দিন শিল্প কারখানা বন্ধ রাখার পরিণাম হবে ভয়াবহ।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বিবিসি বাংলাকে বলেন, এমনিতেই ব্যবসার অবস্থা আগের মত ভাল নেই।
তারপর শিল্প কারখানাগুলো যদি অব্যাহত ভাবে উৎপাদন করতে না পারে, তাহলে শিল্প মালিকরা ব্যাংকের ঋণ পরিশোধ করে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাহবুবুল আলম।
বিশেষ করে বড় বড় কারখানা ও রি রোলিং মিলগুলো অনেক সমস্যায় পড়বে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রামে প্রতি মাসে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও মাত্র ২০০ থেকে ২২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ রয়েছে বলে জানান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি। তাছাড়া কর্ণফুলী সার কারখানাগুলোরও উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।
তখন সেখানেও গ্যাসের প্রয়োজন হবে।
তেমনটা হলে সবগুলো কারখানাতেই আরও বেশি গ্যাস সংকট সৃষ্টি হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মাহবুবুল আলম।