গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো.শামসুল হক মন্ডল (হযরত মন্ডল)। গত ৮ জানুয়ারী সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গতকাল মঙ্গলবার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম নামাজে জানাযা শেষে বিকাল ৪টায় তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের দীর্ঘদিন ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে দুই ছেলে স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।