বিনা ফি’র মক্তবে
——–মীর মোহাম্মদ ফারুক
তাবলীগ যেন এক বিনা ফি’র মক্তব
নিজে শিখি পরকে শেখাই।
নানা দেশ ঘুরে,
নিজে জানি আর পরকে জানাই,
হাতে কলমে শিখি,
নিজ আয় থেকে করি ব্যয়,
নিজের কাজ করি নিজ হাতে,
নেই কোন হুকুম তামিল।
নেই টিউশন ফি।
গাঠুরী কাঁধে এক সারে চলে,
একই আল্লাহকে খুঁজে খুঁজে ফেরে।
শিক্ষিত স্বশিক্ষিত ধনী নির্ধনের
যেন এক উন্মুক্ত মক্তব তাবলীগ।
আর ইস্তেমা! সে তো এক মহা মিলনের মেলা।
ছয় মহাদেশের লাখো মুসলিম,
এক সামিয়ানার নীচে বসি,
একই আল্লাহর ইবাদত করে।
কালো আর ধলো নেই ভেদাভেদ,
একই গিরি পথে চলে সব।
আরবী, ফারসি, উর্দু, হিন্দি, বাংলা, ইংলিশ,
একই ভাষায় একাকার হয়ে।
আনত নয়নে,
তসবিতে, জিকিরে চলে।
বিনা ফি’র মক্তবে।